ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ২০২৫ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শেরপুর সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি আবুল হাশিম।

সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের ডিসিজ কন্ট্রোল ডা. মো. আহসানুল হাবিব হিমেল।

এসময় সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে একযোগে সারাদেশের সাথে শেরপুর জেলায় ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে শেরপুর পাঁচটি উপজেলায় মোট ৫২ টি ইউনিয়নে ১২১ জন সুপারভাইজারের মাধ্যমে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এ ক্যাম্পেইনে মোট স্থায়ী কেন্দ্র থাকবে মোট ৫ টি ও অস্থায়ী কেন্দ্র থাকবে মোট ১৩৪৪ টি সর্ব মোট ১৩৪৯ টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন সম্পন্ন করা হবে বলে তিন জানান।

তিনি আরো বলেন, ভিটামিন ‘এ’ মানুষের শরীরে খুবই প্রয়োজন। ভিটামিন ‘এ’ এছাড়াও প্রতিটি মানুষের শরীরে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘ডি’ প্রয়োজন রয়েছে। তার মধ্যে ভিটামিন ‘এ’ প্রাণিজ ও উদ্ভিজ্জ থেকে পাওয়া যায়। পাশাপাশি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ‘এ’। ভিটামিন ‘এ’ অভাবে অনেক শিশু রাতকানা রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এবছর শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৩৩৪ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১২ হাজার ৪৯৩ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাব একাংশের সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, আলোকিত বাংলাদেশ শেরপুর জেলা প্রতিনিধি মো. ছামিউল আলম সোহান,সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক আবু হানিফ নোমান, হারুনুর রশীদ হারুন, সহ শেরপুর প্রেসক্লাব একাংশের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভিটামিন ‘এ’,ক্যাম্পেইন,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত